শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | NEET: নিট ইস্যুতে উত্তাল সংসদ

Sumit | ২৮ জুন ২০২৪ ১৮ : ১৮Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি: নিট পরীক্ষা ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। ইন্ডিয়া জোটের তরফে নিট পরীক্ষা নিয়ে আলোচনার দাবি না মানায় ভেস্তে গেল লোকসভা। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে আজ লোকসভা এবং রাজ্যসভায় নোটিশ দেন ইন্ডিয়া জোটের সাংসদরা। যদিও বিরোধীদের দাবি না মানায় লাগাতার বিক্ষোভ চলতে থাকে। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ করতে থাকেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ ইন্ডিয়া শিবির। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন আলোচনা শুরুর চেষ্টা করতে থাকে ট্রেজারি বেঞ্চ। ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে দাবি জানায়, আগে নিট নিয়ে গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করতে হবে।
গতকাল সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকেই নিট নিয়ে অলআউট আক্রমণের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া জোট। সেই মতো আজ সকালে নিট পরীক্ষা নিয়ে আলোচনার দাবিতে সংসদের উভয়কক্ষে নোটিশ জমা হয়। তৃণমূলের তরফে লোকসভায় সমস্ত কাজ বন্ধ রেখে আলোচনার দাবিতে নোটিশ দেন দলনেতা সুদীপ ব্যানার্জি। রাজ্যসভায় একই দাবিতে ২২টি নোটিশ দেওয়া হয়। তারমধ্যে ১১টি নোটিশ দেয় তৃণমূল। বাকি ১১টি নোটিশ দেয়, কংগ্রেস, ডিএমকে, সিপিএম, সিপিআই, শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, এনসিপি। সূত্রের খবর, আজ সকালেই ইন্ডিয়া জোটের নেতাদের বিজেডির দলনেতা সস্মিত পাত্র জানিয়ে দেন, কোনও নোটিশ জমা না দিলেও, ইন্ডিয়া জোটের কোনও পরিকল্পনা থাকলে যোগ দিতে চান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট নিয়ে আলোচনার দাবি তুলে বলেন, "আমরা মনে করি, সরকার এবং বিরোধী, উভয়পক্ষের তরফে যৌথভাবে নিট নিয়ে আলোচনার মাধ্যমে দেশের যুব সমাজকে বার্তা দেওয়া উচিত।" যদিও তাঁর সেই দাবি খারিজ করে দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, শুধুমাত্র রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন নিয়েই আলোচনা হবে। অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যের পরেও তুমুল বিক্ষোভ করতে থাকে বিরোধী শিবির। সভা শুরুর আগে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "সংসদের উচিত, দেশের পড়ুয়াদের বার্তা দেওয়া যে, সরকার এবং বিরোধী উভয়পক্ষই তাঁদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটি দেশের যুবদের সমস্যা। ফলে, প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ তিনি যেন সম্মানজনক এবং গঠনমূলক আলোচনা ও জবাব দেন নিট পরীক্ষা নিয়ে।"
রাজ্যসভাতেও একই চিত্র চলতে থাকে। বিরোধীদের দেওয়া ২২টি নোটিশ খারিজ হতেই তুমুল বিক্ষোভ শুরু হয়। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে পুরো ইন্ডিয়া শিবির ওয়েলে নেমে বিক্ষোভ করতে থাকে। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন চেয়ারম্যান। যদিও তা সফল হয়নি। ফলে একাধিকবার সভা স্থগিত করে দিতে হয়। নিট নিয়ে আলোচনার দাবিতে নোটিশ প্রত্যাখান করা প্রসঙ্গে ইন্ডিয়া জোটের এক নেতা জানান, ২০১৬ সালের পর থেকে বিগত ৮ বছরে একটিও নোটিশ গ্রহণ করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সাংসদদের সঙ্গে ওয়েলে নামেন বিজেডি সাংসদরাও। পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, ডিএমকের দলনেতা তিরুচি শিবার মতো সংসদীয় নেতারাও ওয়েলে নেমে বিক্ষোভ করেন। দুপুর আড়াইটের পর রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন আলোচনা শুরু হয়। তবে ওয়াকআউট করে সমগ্র ইন্ডিয়া শিবির। ডেরেক ও ব্রায়েন বলেন, "প্রিয় দেশের পড়ুয়ারা, আপনাদের দাবি, উদ্বেগ সংসদে তুলতে চেয়েছিলেন প্রায় তিন শতাধিক সাংসদ। যদিও সরকার আপনাদের দাবি তুলতে দেয়নি। " তিনি আরও বলেছেন, "প্রতারণার শিকার হওয়া ২৪ লক্ষ পড়ুয়ার উদ্বেগ, দাবি সংসদে তুলতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। নিট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছিল সেই কারণেই।" সরকারের কাছে কোনও জবাব না থাকা তারাই সংসদে বিশৃ্ঙ্খলা তৈরি করেছে বলে অভিযোগ ডেরেকের। তবে সোমবার আলোচনায় যোগ দিয়ে নিট প্রসঙ্গ তুলবে ইন্ডিয়া শিবির।





বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

বাঙালির প্রিয় ইলিশের প্রতি টান, নিজের নিরামিষ খাদ্যাভ্যাস বদলেও রাজি ছিলেন মনমোহন...

মাঝরাতের একটা ফোনেই বদলে গিয়েছিল সব! কীভাবে আচমকা রাজনীতিতে এলেন মনমোহন, জানেন? ...

ব্যাঙ্কে নগদ লেনদেন নিয়ে কতটা সতর্ক আপনি, কী বলছে আয়কর দপ্তর...

সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.২ শতাংশ সুদ, কোন প্রকল্প রয়েছে পোস্ট অফিসে ...

'ইতিহাস আমার প্রতি সদয় থাকবে', প্রধানমন্ত্রী হিসাবে শেষ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মনমোহন...

প্রয়াত মনমোহন সিং: ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের...

‘দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি-মমতার...

'পথপ্রদর্শককে হারালাম', শোকবার্তা রাহুলের, মনমোহনের সাহসকে কুর্নিশ প্রিয়াঙ্কার...

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর কালকে কি ছুটি দেশজুড়ে? উত্তর খুঁজছে নেটপাড়া...

দেশের উদার অর্থনীতির জনক ডঃ মনমোহনকে মনে রাখবে ভারতীয় রাজনীতি...

পুরোনো রাগের জের, ভরা বাজারে বোনের সামনে পরপর কোপ দাদাকে, রক্তারক্তি কাণ্ড...

'গন্তব্যে পৌঁছে দেব', লিফটের টোপ দিয়েই ডাকাতি-ছিনতাই, দেড় বছরে ১১জনকে খুন করেছে যুবক...

চালক নিয়ন্ত্রণ হারাতেই নৈনিতালে গাড়ি পড়ল খাদে, ছুটির দিন বদলে গেল শেষ দিনে...

তাঁর জন্যই এতবড় সিদ্ধান্ত, শেষে স্বামীর স্বেচ্ছাবসরের দিনই মৃত্যু স্ত্রীর...

ছয়বার বিয়ে, প্রতিবারই স্বামীর গয়না-নগদ হাতিয়ে উধাও মহিলা! সপ্তমবারে ধরা পড়তেই কুকীর্তি ফাঁস ...



সোশ্যাল মিডিয়া



06 24